আমি সেই তোমাকে চাই!! যে তুমি
শান্ত আমার হাসির আড়ালে
লুকানো চাপা কষ্টের কান্নাগুলে শুনতে পাবে,
চোখে চোখ রেখে মনের কথাগুলো
পড়ে নিবে , আমায় ভালোবাসবে ।
দিক ভুলে , ভুল সাগরে নাও ভাসালে
তিক্ষ্ণ এ্যালবাট্রেস হয়ে পথ দেখাবে ।


আমি সেই তোমাকেই চাই, যে তুমি


গোধূলির রং আকাশে ছড়ানোর আগেই
আসন্ন প্রভাতের আয়োজনে মত্ত হবে।
বাতাসে যে সুরের কাব্য মিশে রয় ,
তার সুধা , তার ঝংকার তুমি আমায় শুনাবে।
বিষাদে যদি ঢাকে এই চোখ,
যদি শ্রাবন আসে নেমে জীবন পথে
ভরসার তরী ভাসিয়ে , পদ্ম বিলে নিয়ে যাবে
আশার ফুল কুড়াতে ।


আমি সেই তোমাকে চাই , যে তুমি


কঠিন শহরে , অচিন মানুষের ভীড়ে
অবহেলিত এই আমাকে ঠিকানা দিবে।
মাথার উপর তপ্ত রোদে, তরুলতার ছায়া দিবে।
যে তুমি আমার লিখা কবিতা গুলো
বুকের মাঝে ধারণ করে , জিয়িয়ে রাখবে
আমার হাতে হাত রেখে বৈশাখী
ঝড়কে পাল্লা দিবে ।
আমার ভাঙাচোরা স্বপ্ন গুলো সাজিয়ে দিবে।