আমার সকল শুরুতেই তোমার ছোয়া চাই,
ছোট ছোট ভালোলাগা ভালোবাসায় রূপ দিতে চাই,
ভোরের ঐ সূর্যোদয়ে তোমার মিষ্টি মুখের হাসি দেখতে চাই,
আর ভেজা চুলের ঝলকানিতে ঘুম ভাঙ্গাতে চাই,
সকালে সতেজ চায়ের সজীবতার পরিবর্তে-
তোমার ঠোটের আলতো চুমু চাই,
দুপরে রোদের তাপদাহে তোমার  আঁচল তলায় একটু শীতলতা চাই,
পড়ন্ত বিকেলে হাতে হাত রেখে পাশাপাশি হাটতে চাই আর,
সূর্য ঢলে পড়া গোধূলি লগ্ন তোমায় দিতে চাই।।


নিঝুম রাতে তোমার কোলে মাথা রেখে গল্প করতে চাই,
কোন এক জোছনায় তোমার পাশে বসে লক্ষ কোটি তারা গুণতে চাই,
অমাবস্যায় নাইবা পেলাম চাঁদের দেখা
তোমার সৌন্দর্যের উজ্জ্বলতায় মুগ্ধ হতে চাই,
পূর্নিমার স্নিগ্ধ আলোয় তোমায় দেখে  বলতে চাই,
প্রিয়তমা তুমি চাঁদের মতই  অপরূপ সুন্দর।।


বাদল দিনে তোমায় নিয়ে  ভিজতে আমি চাই,
প্রখর তাপে তোমার স্পর্শে শীতলতা চাই,
তীব্র শীতে তোমার গায়ের চাদরটাতে একটু জায়গা চাই,
এক চাদরে দু-জন মিলে উষ্ণ হতে চাই,
অবসরের দিনগুলোতে তোমায় নিয়ে অজানাতে হারিয়ে যেতে চাই।।


আমার  সকল সফলতায় তোমার ছোয়া চাই,
আমার সকল ব্যর্থতায়ও তোমায় কাছে চাই,
আমার মন খারাপের সময়টাতে তোমায় পাশে চাই,
আমার ভালো লাগার  দিনগুলোতে তোমার হতে চাই,
জীবনের শুরুর ও শেষের প্রতিক্ষণে পাশে থাকার প্রতিশ্রুতি চাই।।