বিকেলে হলেই সূর্য্যি মামা মৃদু হেসে,
পশ্চিম গগন পানে তখনই  হেলে,
ধীরে ধীরে পাটে নেমে,বিশ্রামে সে বসে,
দিন গড়িয়ে এবার সন্ধ্যা হয়ে এলে,
শ্রমজীবীর ফেরার ক্ষণ চলে আসে
ফিরবে যখন গৃহে কাজকর্ম ফেলে
প্রিয়ার মুখের হাসি  একটু  দেখিলে
সব ক্লান্তি হয় দূর তার পাশে বসে।।
                                (Octave)


সন্ধ্যেতে জমায় মেলা মহল্লার সবে,
কেস্তা,গল্প-গানে আর পুঁথির আসরে,
থাকে যে ব্যস্ত সকল যন্ত্রণা ভুলিতে,
দিনমজুরি কাটায়  কষ্ট যে এভাবে,
মনেতে তখন যেন সুখ বাসা করে,
মনোমুগ্ধকর সন্ধ্যা যেন হর্ষে মাতে।।
                                (Sestet)


মিলবিন্যাস: কখকখকখখক  ঘঙচঘঙচ


২০০৮ সালে ১১ মার্চ  আমার প্রথম সনেট লেখার চেষ্টা, তখন  নবম শ্রেনিতে পড়তাম।