হে নবীন তোমাদেরকে জাগতে হবে
তোমারাই করবে জয়ী সবকিছুকে
মুক্ত করবে সব বাধা শৃঙ্খল থেকে,
প্রতিবাদী  হবে, দুর্জয়ে জয়ী করবে।
হে নবীনেরা,তোমারাই  উদ্ভূত হবে
মুক্ত করবে মোদের সব গ্লানি থেকে,
করবে ছিন্ন মিথ্যেরই নাগপাশকে,
তবেই নিখিল বিশ্বকে জয়ী করবে।
                                 অষ্টক (Octave)
সুদীর্ঘ ও চরণচিহ্নহীন পথেতে
আজ চলতে হবে তোমাদের সবারে
যেথা কাঁদবে মানব তোমাদের দেখে,
সেখানে যাবে,দাঁড়াবে তাদের পাশেতে,
হে নবীন, তোমরা বিশ্বকে জয়ী করে,
চলে যাবে বিশ্বে কিছু অবদান রেখে।
                                 ষষ্টক (Sestet)


মিলবিন্যাস:বে কে কে বে বে কে কে বে(কখখক কখখক)            
               তে রে খে তে রে খে ( ঘঙচ ঘঙচ)



কবিতাটি লেখা ২৮/০৭/২০০৮ সালে যখন আমি নবম শ্রেনিতে পড়ি।