তোমার চোখে দেখেছি শুধুই  আমায় অবহেলা,
তাই হয়নি বলা ভালোবাসি আর
তোমায় একটু ছুঁয়ে দেখা।
তোমারি বিরহে যাবো আমি,
দূর  হতে বহু দূরে,
চাইবো তোমার ছায়া হতে,
ধরবো মেঘের রূপ,
বহুরূপী মেঘে যে আমি,
সাজবো নানান সাজে,
দুঃখ পেলে অশ্রুপতন,
বর্ষা হয়ে ঝড়বে।


তোমারো কখনো আসিবে বিরহ,
ব্যাথা বহিবে হৃদে আর
অশ্রু নামিবে চোখে,
চাইনা আমি বিন্দুসম অশ্রু তোমার
পড়ুক এই মায়ার ধরাতলে,
বরষা হয়ে নামিবো তখন একটু ছদ্মবেশে,  ইচ্ছে তোমায় একটু ছুঁয়ে দিতে।


অশ্রু তোমার ভাসিয়ে দিবো,
আমার বর্ষা জলে,
ভিজিবে তুমি আমার ছোঁয়ায়,
ছুঁইবো তোমার মন,
একটু ছোঁয়ার আকাঙ্খাতে,
ছু্ঁয়ে যাব সব,
তুমি ও শান্ত আমিও  শান্ত,
ভালোবাসার টানে।
যতই করো অবহেলা,
যতই থাক দুরে,  
তোমার প্রতি  ভালোবাসা
ক্লান্তি পাবে না কোনো কালে,
তাই তোমায় ভালোবেসে মনটা আমার
তৃপ্তি পেতে থাকবে।


ভালোবাসি গো তোমায় ভালবাসা
দিলাম এবার বলে।