চলবে তারা হেটে দুর্গম সে পথেতে,
পাড়ি দিতে হবে কত নিথর বনকে,
চলতেও হবে কন্টকময় পথেতে,
তবুও মেনে নিবে নাতো পরাজয়কে।
পথিক! সামনে মোদের হবে আগাতে,
ভয় করি নাকো পরাজয়ের গ্লানিকে,
পিছিয়ে ফেলে সব বাধা বিপত্তিকে,
সামনে যে মোদের হবেই তো আগাতে।
                               (  Octave)


পথিক! এবার জাগ্রত করো সবারে,
তাহলেই সব জয়ী করতে পারবে।
চলতে চলতে  কিছু আবিষ্কার  করে,
তবেই সবার মাঝে পৌছাতে পারবে,
নিজেকে রাখতে হবে স্মরনীয় করে
দেশের উজ্জ্বল  নক্ষত্র  হয়ে থাকবে।
                               (Sestet)


মিল বিন্যাস : কখকখকখখক গঘগঘগঘ



কবিতাটি লেখা ৩০/১১/২০০৮ সালে যখন আমি নবম শ্রেনিতে পড়ি।