মুঠো ভরে অপেক্ষা দিয়ে
ধর, বলেই....
কখন যে চলে গেলো বেলা!
আমি তার খেয়াল রাখিনি।
হিসেবের খাতা খুলে দেখি
শুধু বেড়েছে বয়স,
আর ব্যথাদের ঋণ।
এই ঋণের বোঝা বইতে বইতে
আজ আমি বড্ড ক্লান্ত গো।
তুমি ফিরে দেখেও
কেন যেন আর দেখলেনা
বুঝলেনা কি যাতনা এই পথ চেয়ে থাকা
ভালো থাকা আর ভালো রাখা কি এক জিনিস?
সেখানে কে সুখী?  
কিসের অপারগতা?
কেন এত বিচ্ছেদের ঘনঘটা?
তবে কি ভালবাসা ই ভুল!
বিধাতা কি দেবেনা
অথৈ সাগরের কূল!?