থাক !! আজ থেকে  আর তোকে বলবো না
কিছু জমানো কষ্টের কথা,
কিংবা কিছু বাঁধ ভাঙা আনন্দ
থাকুক তোর অজানা।
গতকালের ক্ষত বুকে নিয়ে আমি
দিব্যি ভাল আছি।
আর কোনোদিন তোকে বললো না
পাড়ার চা দোকানে চুপচাপ বসে থাকা
অদ্ভুত বিড়ালের গল্পটা।
কিংবা আজ সন্ধেয় আমার ঘরের
হটাৎ আতিথেয়্যতা।
আমার হিবিজিবি যত কান্ড সব ছবি তোলে
ভরাবো ফোনের মেমোরি,
তবু তোকে আর জিগেস করবো না, দেখবি?
কান ধরে মাফ চাইলাম
কাব্য কথায়
আর কোনো দিন কিছুই বলবোনা
রম্যের ছলে,
তুই থাকবি তোর আলোকিত পৃথিবীতে,
আমি আমার নৈঃশব্দ শূন্যতায়।
অভিমান ভাঙানোর ইচ্ছেটা প্রবল হলেও
আমার সীমানাটা নির্ধারিত।
তবুও তুই যদি চাইতিস তবে,
কোনো এক একলা বিকেলে এসে
হাতের তালুতে তোর দু'গাল পুরে,
চোখের দিকে নিষ্পলক তাকিয়ে
নিতাম বিদায় অথবা ক্ষমা,
বলতাম খুব আস্তে করে,
কোনোদিন আর জ্বালাবো না তোকে
চলে যাচ্ছি, ভালো থাকিস,
আর এবারের মত মাফ করে দিস!!