বসন্ত বিহারী রাঙ্গিয়ে দিয়ে
              কাজলে দিয়েছে ভরি
           ফাগুনে রাঙ্গা হলুদ পারে
              জড়ানো লাল শাড়ী।
           হাতভরা কাচের চুড়ি
              গুনগুন করে গায়
         খোলাচুলে হাত বুলিয়ে দক্ষিণা বায়ু
               লাল দুলটি দোলায়।
      পলাশে মেখেছো শিউলীতে সেজেছো
            কপালে একেছো তারা
       পায়েলের গুঞ্জন এসেছে বয়ে হাওয়ায়
          কল্পনায় দিয়েছি সাড়া।
      বসন্ত বিলাসে একেছি তোমায়
         ঠিক যেন হলদে ক্রান্তি
     গোলাপী ঠোটের শব্দহীন সুরে বলি
            তুমি বসন্তের বাসন্তী।