আমি সাধারণ এক ছায়া।
সামনে যখন তোমার একরাশ
সূর্যমুখী ফুল ফোটে,সব গুনের
ডালি নিয়ে এক চিলতে হাসি ফোটায়।
সে আলো নিচিহ্ন করে আমায়,
সময়ের তৈরী পথে হারাতে থাকি।
ইষৎ আলোয় যেন তোমার
পূর্ণতাকে গ্রাস করি,যেখানে
বিস্মিত হও,পুরোটাই তোমাকে ঘিরে।
তবুও আমি সাধারণ এক ছায়া।
তোমার ছাইরঙ্গা হাতের মুঠোয়।