স্বর্গের পরী তুমি
    আমি ঠাঁই খুঁজি পদ্দপাতায়।
কিন্তু স্বর্গ জুড়ে দেবতা থাকতে
কোনো কানাগলির বুদ্ধ নারকেল
              গাছ মানায়।
আমি যে কচুপাতায় টলমলিয়ে
              হারিয়ে যাচ্ছি।
তোমার ডানার বাহু ডোরে
রোজ শহরে দিক দিগন্তে উড়ি।
তুমি কিভাবে বুঝবে বলো।
তোমার উড়ন্ত চুল যখন,
প্রেমিকের গা স্পর্শ করে
বুঝতে পারো কি?
প্রেমিকের অদ্ভুত অনুভূতি-
যেন নীল আকাশের সাতারু মেঘ।
তোমার কি আসে যায়।
সেতো রাস্তার দু’চোখা পুরুষ।
সাদা ওরণায় আঁচল ভরা
শরষে ছড়িয়ে দাও তুমি,
বাসনা চোখের ঈশারায়।
হাজারটা কবুতরের মাঝে
আমি শুন্য আশায়;
তোমার কি আসে যায়।
একি আমার প্রেম,
       নাকি নির্বুদ্ধুতা।