সারাক্ষণ তোমাকে মনে পড়ে।
অর্জুন শর্মা


মীরা কখনো কি হেঁটেছো একলা পথে! আচ্ছন্ন অন্ধকার রাতে?  
একাকীত্বাকে কি কখনো বরন করেছো? দুই বাহু দিয়ে আঁকড়ে ধরে বিষন্ন গলায় চিৎকার করে ভগ্নহৃদয় করেছো  কখনো নিজের?
জানি এসব করোনি! বেশ ভালো আছো তুমি!


কি ভাবছো ভুলে গেছি আমি?  নাকি! কিছুটা অভিমান করে আড়ালে রেখেছি নিজেকে?
ক্লান্ত চোখে নিদ্রাহীন কতশত রাত কেটেছে তোমাকে না দেখে। পিপাসুদের মতো কাতর হয়ে,
এক পলকে তোমায় দেখার বাহানায় চুক্তিহীন বাঁধনে; বাঁধতে চেয়েছি ভেঙ্গে যাওয়া স্বপ্নকেও।


জানো মীরা?
আমি দুরত্বকে সূদুর করি !
এটা আমার ভুলে যাওয়া নয়।  
বরং তোমাকে বারবার মনে করার এক কৌশল।
তোমাকে সামন্য ভুলতে চাইলেও হৃদপিন্ডে কম্পন দিয়ে নৃত্য করে রুদ্রনীল! মীরা।  
তোমাকে সারাক্ষণ মনে পড়ে মীরা।  


© চিলাইপাড়া, ডোমার
১৮-৯-২০২৩( রাত ২:২৪