আকাশের বুকে ছিল মেঘ
বাতাসের প্রাণে ছিল সুর
কলি ফুটেছিল সুরভিত
বিহঙ্গ গেয়েছিল প্রেমগীত
অলি গুঞ্জন ছিল মুখরিত,
ঢেলেছে শ্রাবণ ধারা অবিরাম
পীড়িত হৃদয় করে আনচান
সবুজের দোলা লাগে ডালে
রমণীর লজ্জা রাঙা গালে
ক্ষীণচাঁদ হাসে যেন ভালে
কেমনে পাঠাবে সে বারতা
মোহন বাঁশি সুরে দীনতা!