ওরা  গায় গান
       ধরে হাল
        টানে দাঁড়
        চিরকাল।
ওরা  রোদে পুড়ে
       জলে ভিজে
       করে কাজ
       বারো মাস।
ওরা   চালায় গাড়ী
        মালের কাঁড়ি
        সময় যায়
        মুনাফা পায়।
ওরা    তোলে বাড়ি
         ইমারত
         নেই ভয়
         করে জয়।
ওরা   করে কাজ
        কলে আজ
        শিল্প নব
        শিল্পী কব।
ওরা   খায় খেটে
        জোট বেঁধে
        যায় দিন
        নয় হীন।
ওরা    শ্রমজীবী
         দিবি নিবি
         এই মতে
         চলো পথে।