মা, তোর নামের আগে শ্রী শ্রী
আর আমার নামের আগে ও পরে
নেই কোন শ্রী নেই কোন পদবী,
জানিনা আমার পিতা জানিনা মাতা
লোকে বলে আমি নাকি জারজ,
রক্ত-মাংস, কাম-ক্রোধ ও প্রেম
এসব কিছুই আমাকে ঘিরে আছে
মায়া-মমতা, দুঃখ-কষ্ট আছে অন্তরে
আর আছে তোর প্রতি অসীম ঘৃণা,
তোর বোধন হবে চাই মৃত্তিকা
তবে কেন এই পতিতার আলয়
যেখানে জ্ঞান হতে উৎসর্গ আমি
এই সমাজের সম্ভোগের দূয়ারে
সেখান থেকে পূজার জন্য মাটি
কেন এ পরিহাস, কেন এ ভ্রান্তি!
যদি পারিস আদেশ দে মা'
এ দেহের দূষিত রক্তস্রোতে
নিজ প্রাণপাতে দেব পুষ্পাঞ্জলী,
তারপর বিসর্জনে ভাসাব তোর নাম
আলতা রঙে শ্রী শ্রী দুর্গামাতা সহায়!