চিত্রা তুমি নদীর ধারে? জল যে আমায় ডাকে।
চিত্রা তুমি সিঁদুর খেলো বাজবো আমি ঢাকে।
শিউলি  ফুলের গন্ধে মেতো, গাঁথবো তাতে মালা।
খোঁপায় বেঁধো আলতো হাতে ঘুচবে চোখের জ্বালা।
হাতটা ছেড়ে হারিয়ে গেলে! ধরবো আমি কাকে?
চিত্রা তুমি নদীর ধারে? জল যে আমায় ডাকে।


শাঁখের আওয়াজ সন্ধ্যা চেনায়, রাত্রি আমার চেনা।
চিত্রা, আমার ঘড়ির কাঁটা পয়সা দিয়ে কেনা।
ছাদের রেলিং,  মরচে পড়ুক,  চাঁদ কে তবু ডাকে।
জ্যোৎস্না দেখে সুখ বিকিয়ে বাঁচতে শিখে রাখে।
ক্লান্তি এলে ঘর বুনেছি জীর্ণ গাছের শাখে।
চিত্রা তুমি নদীর ধারে? জল যে আমায় ডাকে।