উৎসাহের ঢাক বা বিজয়ের বাঁশি আমার কপালে নেই।
একরাশ কাশফুলের বিচ্ছুরিত শোভা যেমন শুকায় সময় এলে, পড়ে থেকে বনে।
তেমনই বিষাদ আমার, আগুন জ্বালায় মনে।


বিধাতার ভাগ্যলিখন যেন শাঁখে নির্মিত পিঁপড়ের বাসা।
ফু দিলে ভেঙে পড়ে। হাতুড়ির ঘায়ে আড়ষ্ট সিমেন্টের মতো ঝরেপড়া পিঁপড়ের দল,
মুখ তুলে বলতে চায় কিছু, তবে হারিয়েছে ভাষা।


ঠিক সময়ের আশা ছেড়ে, মৌচাক ভেঙে মধু নিয়ে এলে,
তা বিদ্ধ হুলের জ্বালা কমাতেই শেষ।
শেষে রাত্রি এলে থাকে ছাই, মৃদু আগুন
আর নিংড়ানো আমার অবশেষ।