বিকেলে রোদের রঙ যখন মিলায়, সন্ধ্যা নামে
তখন তোমার কথা মাঝে-মাঝে বড্ড মনে পড়ে ।
মনে পড়ে, ফেলে আসা সেই সব গ্রীষ্মের সন্ধ্যায়
জীবন কতো না মধুর ছন্দ ও গানে ভরে ছিল !
কৈশোরের অগোছালো দুরন্ত রঙিন দিনগুলো
আজ মনে হয় যেন প্রাগৈতিহাসিক সময়ের
কতোটা পুরনো হয়ে গেছে সব তীব্র কালচক্রে !
দিনগুলো শুধু সাদা-কালো ছবি আজ স্মৃতি-পটে !


এভাবে আমূল বদলে গিয়েছি আমরা সবাই,
অদৃশ্য খড়গ ব্যস্ততার আজ মাথার উপর,
অহোরাত্র লিপ্ত কোনও যুদ্ধে যেন নিজেই নিজেতে ;
রেসের ঘোড়ার সাথে দৌড়ে দৌড়ে কেটে যায় দিন ।
এর মাঝে কোনও সন্ধ্যায় তোমাকে মনে পড়ে গেলে
আমি যেন ফিরে পাই সেই দীপ্র কৈশোর আবার ।