আজ ফাল্গুনী, অথচ দেখা নেই।
আজ ভালোবাসার মানুষ নেই, কিন্তু ভালোবাসা আছে। আজ ফাল্গুনী, আজ এমনি এক দিনে, গোলাপের পাপড়ি চিরে ভালোবাসার ঋণ। আজ এমনি একদিন।


আজ যৌবনের ক্ষুধার্ত আহরণ মিটাবে পুষ্প পংক্তি, মিটাবে লালসার চলে ভেজা আঁখি, আজ ভালোবাসা নামে যদি হয় ফাল্গুনী মেলা, যদি হয় নষ্টামির তাবুক সূচনা। আজ ফাল্গুনী


আজ এমনি এক দিনে ভালোবাসার পবিত্রতা রবে,
যবে ভালোবাসা চাওয়া না পাওয়ার গল্প রবে থেমে।