আমি মৃত্যু চাই
যে মৃত্যুতে শোকের ছায়া নামবে না
মায়ার পৃথিবীতে সবাই বেঁচে থাকতে চাই, আমি চাই না। আমি মৃত্যু চাই, শুনেছিলাম কোথায় যেন দেহের মৃত্যু হয়, বেঁচে আছি সবাই জানবে কিন্তু দেহটা থাকবে মরে। সবাই তো চাই জীবনের প্রতিটি মূহুর্ত রঙ্গিন হোক, কিন্তু আমি চাই না। রাতের আকাশে চাঁদের দিকে থাকিয়ে তোমার কথা মনে হয়, তোমার নাম নিলে মনে হয় আমি পৃথিবীর সবচাইতে সুখী। তুমি কতো দয়ার সাগর, তুমি রহমান। আমার মৃত্যু চাই, তোমার কাছে আসতে চাই। তোমার আরশের ছায়া তলে থাকতে চাই। আমার মৃত্যু চাই। তোমার পবিত্র নামে ডাকতে চাই, তোমার ভয় আমার অন্তরকে প্রশান্তি দিয়েছে। সময় চোখের পলকে শেষ হয়ে যাচ্ছে, জীবন ফুরিয়ে যাচ্ছে, আমি অনন্ত জীবন তোমার কাছেই থাকতে চাই। মোনাজাতে তোমার সাথে কথা বলতে বলতে তোমার কাছে আসতে চাই।