মৃত্যু আমাকে ডাকছে অনবরত অলিঙ্গনে।
কেউ জানবেনা সেদিন কি ভীষণ ক্ষরতাপে মৃত্যু এগিয়ে এসেছিল সন্নিকটে! যদি কখনো দেখো আমি নেই, প্রকৃতিকে গ্রহণ করো। যদি মৃত্যু কখনো আমার জায়গাটুকু কেড়ে নেয় তবে হাসিতে ভরণ করো। একা হয়ে পৃথিবীতে এসেছিলাম অজস্রবার কান্না করেছি, আবার হঠাৎ করে চলে যাবো অজস্র চোখ ভিজিয়ে।


-রাজ উদ্দিন মিন্টু