কখনো নির্ঘুম ঘরে, যদি ঘুম হারিয়ে বসি
থাকবেনা কিছুই আর, হয়ে যাবো দোষী!
চপল সমাজে আগাতে যদি দেয়, করুন ছ্যাকার দোহন। প্রতিবাদে যদি হয় আলোতে আধার, যদি হয়, করুন কণ্ঠে প্রতিবাদী জ্বলন অগ্নি বাণী। তাপসার চমক, চমকিয়া, বিনিষ্ট কষ্ট। তবু নত সুখ নাহি চাহিয়া, শির উঠিয়া বীরকন্ঠে, শত্রুর সাথে পাঞ্জা, লর লর যুদ্ধ। নিন্দ মস্তিষ্ক চুরমার ধ্বংস বৃত্ত!