টাকা


টাকা তুমি কারো কাছে বন্ধু কারো কাছে শত্রু
তুমি করো আপন, তুমি কারো কাছে পর
তুমি কারো দুশ্চিন্তার ঘুম, তুমি ভিখারির আর্তনাদ
তুমি পাল্টে দিতে পারো সত্যকে মিথ্যে, তুমি করে দিতে পারো শান্ত মনকে আগুন, তুমি হাহাকার তুমি হুংকার। তুমি অনাহারী টুকায়ের একবেলা খাবার, তুমি দুঃখী মায়ের হাসি।
তুমি কারো কাছে হাতের ময়লা, কারো কাছে কুড়িয়ে পাওয়া সম্পদ। টাকা তুমি বেহায়া নিলজ্জ, তুমি পবিত্র, তুমি সাধু সন্ন্যাসীর বেশ
টাকা তুমি ভালোবাসা করে দেও শেষ, ভাঙ্গা আয়নার মত করে দাও চুরমার।