কলিমুদ্দি কামলা খাটে চারশো টাকা রোজে
হয়না কিছুই আরাম আয়েশ আরো টাকা খোঁজে।
দেড়শো টাকা চালের খরচ একশো খরচ তেলে
ঋণের বোঝা টানতে হবে মাছ ও মাংস খেলে।


আলু মরিচ সবজিতেও মূল্য লাগাম ছাড়া
পেট ভরে যায় কালিমুদ্দির, এর পেছনে কারা?
কামলা খাটতে খাটতে এখন ভুগছে ভীষণ জ্বরে
যায়নি কাজে কলিমুদ্দি রইলো পড়ে ঘরে
আজ কী হবে? জুটবে নাকি কলিমুদ্দির আহার?
কেউ জানে না জমা হচ্ছে শুধু প্রশ্নের পাহাড়!


চড়ামূল্যে সকল কিছু কিনবে কেমন করে
আয় যা হতো খরচ হতো নাই কিছু তাই ঘরে।
অসুস্থতায় ঔষধ খাবে কোথায় পাবে টাকা?
অমাবস্যার চাদরে ঠিক! তার এ জীবন ঢাকা!


নিভতে পারে এমনি করে তার জীবনের আলো
এটাই জীবন সাধারণের এরচেয়ে নয় ভালো।
সামনে রোজা বাড়বে আরও জিনিসপত্রের মূল্য
সবকিছুই হবে তখন হিরা সমতূল্য।


মুক্তি পাবে কলিমুদ্দি?  সোনার বাংলাদেশে
দুমুঠো ভাত সুখে খাবে ওঠবে আবার হেসে?