হাসলে যেন মুক্তা ঝরে
ডানাকাটা পরী ঘরে
ভালোবাসায় সিক্ত করে
মুগ্ধ করে
রূপবতী সাজ—
নিখুঁত ভাবে প্রভুই গড়েন
অবাক করা
এমন কারুকাজ।


আর কোথাও চোখ ফেরানো
তাই তো ভীষণ ভুল
আমার ঘরে সবচেয়ে প্রিয়
সুগন্ধিময়–লাল কালারের
একটি গোলাপ ফুল।


খুব আদরে বুক পাঁজরে
মায়ায় রাখে বেঁধে
এদিক সেদিক হলেই পরে
বেহাল দশা কেঁদে।
মনের জৌলুশ দিয়ে তখন
করে আমার খোঁজ
তাই—
খুঁজি না তো অন্য কাউকে
তাঁকেই আমি
ভালোবাসি রোজ।