সকাল বেলা ঘুম ভেঙে যায়
মায়ের ডাকে কল্পনা
স্বপ্নে দেখি রাজা আমি
সত্যি এটা, গল্প না।


একা রাজ্য শাসন করি
কেউ কেউ তা মানত না
সাজা দিতাম বন্দী করে
অনেকে তা জানত না।


ভয়ে ভয়ে থাকত সবাই
করতো পরিকল্পনা
রাজা আমি দীর্ঘমেয়াদী
সময় কিন্তু অল্প না।


ভঙ্গ হলে স্বপ্ন আমার
দিতাম ভীষণ যন্ত্রণা
প্রতিবাদে মুখর হত
বলত আমরা যন্ত্র না।


অবশেষে হেরে গেলাম
শূন্য হল রাজ্যটা
গরীব ধনী সবাই পেল
তাদের আসল ন্যায্যটা।