সময় ছুটছে,
ছুটে চলছে তার গতিতে।
জীবনের সময় বড়ই ক্ষুদ্র।
এরই মাঝে দেখা মিলে
নানান রঙের মুখোশ পরিহিত মানুষের।
এই ছোট্ট জীবনে অনেকেই আসে আবার যায়।
বদলায় অনেককিছুই,
শুধু বদলায় না বাবা-মায়ের
আমাদের প্রতি ভালোবাসা।
তারা আগলে রাখে আমাদের নিঃস্বার্থভাবে।
প্রতিনিয়ত  উৎসাহের মাধ্যমে
ঠেলে দেয় সফলতার দ্বারপ্রান্তে।
সন্তানের কষ্টে তারা ব্যথিত হয় ঠিকই,
মাঝে মাঝে তা প্রকাশ পায়
মাঝে মাঝে অন্তরালে থেকে যায়।
সন্তানের সুখের জন্য
বলিদান দেয় নিজের সুখের।
বকুনিতে তাদের লুকিয়ে থাকে
ভালোবাসা, শিক্ষা আর মঙ্গল।
কেউ বুঝতে পারে কেউ পারে না।
তাদের অবদানের কথা
বলে শেষ করা যাবে না।
চিরন্তন সত্য হচ্ছে,
বাবা-মায়ের কোনো তুলনা হয় না।