খেয়া নৌকায় পাড়ি  দিবে
মেঘনা নদীর ঘাট,
একটু  দূরেই দেখতে পাবে
আমার গাঁয়ের হাট।
গাঁয়ের মাঝে ছড়িয়ে আছে
ছায়া সুপারি বনের,
তারই  পাশে দেখতে পাবে
ছোট্ট কুটির মোদের।


চাঁদের পাশে  ফুটে আছে
শুকতারাটার মুচকি হাসি;
তাই না দেখে একলা বসে
বাজাই প্রাণের বাঁশি।


ভোরবেলাতে  সূয্যিমামা
উঠে সবার আগে,
কিচিরমিচির  শোনা যায়
বড্ড ভালো লাগে।
সবে  মিলে গা ডুবায়
গাঁয়ের বড় পুকুরে,
রাখালভাই গরু  চড়ায়
কাঠফাটা দুপুরে।


বিকালবেলা ছেলেরা করে
নানান রঙের খেলা,
উঠোনে বসে মেয়েরা গাঁথে
শিউলিফুলের মালা।
সাঁঝ রাইতে দলবেঁধে
জোনাকিদের মিলনমেলা,
এ মেলায় মেতে রই
আমি বেলা-অবেলা।


আমার গাঁয়ে ঘুরতে এসো
খেজুর রসও পাবে,
সাত  চারা খেলব মিলে
অনেক মজা  হবে।