আমি মানুষটা ভীষণ অভিমানী
নানা কারণে অভিমান করতে পারি
অকারণেও করতে পারি
               তবে সবার কাছে নয়।


আমি খুব দুঃখবিলাসী
মনেতে দুখের ভরাডুবি,
মন খারাপের কথাগুলি
অনর্গল বলতে পারি
               তবে সবার কাছে নয়।


এই আমিটা-
শুধু তাদের জন্য,
যারা কভু রাখে না
আমায় শূণ্য ;
যারা আমার মান-অভিমানের রাখে খবর;
               তবে সবার জন্য নয়।


যে কোনোদিন দেখেনি তোমার ক্ষত,
শোনেনি তোমার গল্প যেন,
তাকে এক বিশাল
তারাভরা আকাশ এনে দিলেও বলবে-
    "এখানে তারা এত কম কেন!"


আমি বলছি শুধু তাদের কথা যারা
আমার শূণ্য আকাশে জ্বালালে মিটিমিটি তারা,
আমার নির্মল হৃদয় দিলাম
তাদের সপি উপরন্তু
কাছের মানুষগুলোর জন্য,
                সবার জন্য নয় কিন্তু!