মাঝরাতে যায় নিভে আকাশের নীলাভ আভা
আঁধারকূলে যায় ডুবে চাঁদনী পসর শোভা,
জেঁকে বসেছে চোখে নেশার মতো তন্দ্রার মায়া
আধোঘুমে জড়িয়ে কুয়াশার মতো আঁধার ছায়া,
হারিয়ে বিলীন জোৎস্না আজ, নিশীথের গহীন বনে
একাকীত্বের নিশ্চুপ ডাক;শোনা যায় প্রতি ক্ষণে ক্ষণে।
ঘুমু ঘুমু চোখের পাতায় ঝুলছে অতীত নিরাশা
নিরস দৃষ্টির মাঝে ভাসছে কেবল মরণের হতাশা,
ঢাকা পড়েছে অন্তহীন আশা ঝাপসা কুয়াশাতে
ঘুমিয়ে আছে সব স্মৃতি আজ চাঁদনী পসর রাতে।