কষ্ট নেবে গো কষ্ট
বিনামূল্যে পাবে গো কষ্ট
     এই আমার কাছে আসো
     আধুনিক জীবনকে ভালোবাসো
তবে বুঝবে কেনো হলাম নষ্ট;
কষ্ট নেবে গো কষ্ট?


জন্মেছি আকাঙ্ক্ষা পূরণে
ডুবেছি আশার কাননে
        সফলতা অর্জনে সামনে ধাই
     আধুনিকতার ছোঁয়া আর না পাই;
মনীষীরা বলল,সংগ্রাম করো প্রতিক্ষণে
তাইতো চললাম যুদ্ধের পাণে


জীবন নামক এ যুদ্ধে
যাচ্ছি আমি হেরে
     প্রতি পদে পদে
     প্রতি ক্ষণে ক্ষণে
দুঃখ জড়িয়ে
মম হিয়া কোণে


যুদ্ধে জয়ী তারা
মনুষ্যত্ব ত্যাগী যারা
     তবুও পেল কি শান্তির চাকা?
    ভুলোনা,সুখ দুনিয়ার মরীচিকা
এত সংগ্রামেও কী পেলাম আমরা?
কেনো এ যুদ্ধে ডুবে মরা?


হে নবীন প্রজন্ম,তোমরা দেখবে;
সুখ শান্তি কত দেখতে পাবে!
      অনুভব করতে পারবে কি?
      যদি থাক সৎ একাকি
একটু চোখ মেলে যেই তাকাই
দেখি সৎ মানুষের ভাত নাই


তবে কী বা করব এখানে?
বলি,দুই জীবনকে রেখ স্মরণে
   এক জীবনের জন্য অন্যটির করণীয়
   ভুলোনা তা অবশ্যই পালনীয়
হায়রে সুখ খুঁজি আমরা সেখানে
আদম শাস্তি নিয়ে এসেছিল যেখানে।