শত শত মূর্তি আছে নিশ্চুপ দাঁড়িয়ে
বীরদের বীর;তলোয়ার ও ঢালা নিয়ে।
চিত্রকলায় ভাসিয়া আছে রাজা-মহারাজ
ফুটিয়ে তুলিছে অতীতের নিত্যনিজ কাজ
হারানো মৃৎশিল্প, পিতল, ধনু আর
কিনারা হতে কিনারা টেপাপুতুলের বাহার
রথ-কামান গুপ্তি, দাঁড়িয়ে বুক টান করে
রাণীর মূর্তি আসিতেছে,সাজানো পালকিতে চড়ে
দেশের স্মৃতি ঝুলে আছে দেয়ালগুলোর ভাজে
প্রাচীন যুগ ঘুমিয়ে আছে  পুরাকীর্তির মাঝে
ঘুমানো সভ্যতাকে জাগিয়ে তুলে এ ঘর
জাদুকর হয়ে দেখাও জাদু হে জাদুঘর!