পাল তুলিয়া বৈঠা বাই;
হাওয়ার তোরে নৌকা ধাই;
এপার হইতে ওপার যাই;আমি
শঙ্খ নদীর মাঝি কানাই।


সকলেরে করি পার,তুলিয়া ছেড়া পাল
             খুশিমনে চলিতেছে দিনকাল
কীসের ক্ষয়? ঝড় ঝঞ্জাটে
কীসের ভয়?
নৌকায় করিব আজি
তুফান জয়!


মোর মতন আছে সুখ কাহার?
সারাদিন ঘুরিয়া আসিয়া
সাঁঝ-রাত্তিরে গানের বাহার।
ভোর না হইতে তরীতে দিই ঠেলা
নদীতে ভাসিয়া কাটে সারাবেলা।


অগ্নিআঁখিতে দেখো আমায়
নদীর বুক চিরিয়া মোর
নৌকা যায়
ঝড়-তুফান-বৃষ্টি-তুষার কভু পারেনি
হারাতে আমায়।


আমি কূলহারা মাঝি;
বীরবাপের বীর ছাওয়াল;
বীরবেশে সাজি।
বাপ গিয়াছিল যুদ্ধে ; এক হাতে
বৈঠা, আরেকহাতে রাইফেল নির্ভয়,
ফিরেনি কভু তবে আমি
আসিব ফিরিয়া তোমাদেরই মাঝে
হয়ত যোদ্ধা নয়, বরং
কানাই মাঝি সেজে।