নির্মল কোমলতায়
ফুটিয়ে তোলে হাসি,
তাইতো বাংলার প্রকৃতিকে ভালোবাসি।
মনে আমার অভিলাষ
স্নিগ্ধ সমীরে হারিয়ে যাওয়া,
বাসব ভালো প্রকৃতির সুবাস
বেলা-অবেলা;
নিবিড় প্রকৃতির বয়ে চলা
যেন চারপাশ ছড়িয়ে সৌন্দর্যের খেলা।


বাংলার প্রকৃতিতে মুখর খোদ ভুবন
গেয়ে যায় গান,ভরে তোলে মন
সাথে বাজে বাঁশি
বাজায় তা মৌমাছি রাশি রাশি,
সাথে আরও বাজে শঙ্খ
বাজায় তা কোকিল,
দোয়েল, আরও কত বিহঙ্গ।
এ গানে তাল মেলায় তরুলতা-বৃক্ষ।


বাঁশির সুরে সুরে বয়ে চলে বাতাস
সাথে ছড়িয়ে দেয় শিউলি, গোলাপ,
বকুল, কদম আর হাসনাহেনার সুবাস।
এ সুরের ছন্দে নাচে ঝরনা,
গায়ে মেখে রংধনু,
সাথে উড়ে প্রজাপতি, ফড়িং একমনা
সাথে দোলে হলুদ ধান,সবুজ ঘাস
আর ঝলমল করে শিশিরের কণা।
জ্যোৎস্নার ছায়া,তারার মায়া,কুয়াশার চাদর
মেখে দেয় প্রকৃতিতে মায়ের আদর।


এ মিষ্টি গান, প্রকৃতির এ আয়োজন
আমার প্রাণে জাগায় শিহরণ;
এ গানে মেতে রয় রবি-শশী; মেঘের
অন্তরালে দেখি তাদের লুকানো হাসি
তাইতো বাংলার প্রকৃতিকে ভালোবাসি।