কুয়াশায় ঘেরা এ ভোরবেলা
সাদা আল্পনার মত,
মনেতে রাঙানো মধুমালা
যেন কল্পনার মত।


মধ্যাহ্নে মিষ্টি রৌদ্রে
বসে থাকি আনমনা,
ভাবছি যদি মনের দুয়ারে
পেতাম খুঁজে নীলাঞ্জনা।


পেলে তবে শুনাতাম গল্প
যাতে থাকবে মিশে হাসি-কান্না,
স্মৃতিতে ঘেরা;বেদনা স্বল্প
শুনতে কভু নেই মানা।


শিশিরে ভেজা বিকেলবেলা
নয়নে আঁকছি স্বপ্ন,
সেই স্বপ্নে ভাসে ছোটবেলা
হৃদয় বিলাসী-মগ্ন।


ছোটবেলা বন্ধুরা সবাই
কত মজা করতাম মিলে,
সেই গল্প শুনাতে চাই
কুয়াশায় স্নিগ্ধ সকালে।


নানা রঙে ছিল রঙিন
এ মন আমার বিহ্বল
জাগে সব পুরনো কথা
আজ নেই দৃঢ় মনোবল,


অভিপ্রায় জীবনের নির্দেশনা
কিন্তু চেতনায় মন মগ্ন
বিষন্নতায় রই আনমনা
যেন নীরবতায় সংলগ্ন।


গতিময় জীবনে স্তব্ধ হৃদয়
ছিল সুদূর সাধনায়  মাখা
যদি মন হতো পূরণ সমুদয়-
নির্মল অতীত আকাঙ্ক্ষা!


লিখতে যদি পারতাম হেথা
জীবনের আকাঙ্ক্ষাগুলি
তবে লিখতাম অব্যক্ত কথা
মিশিয়ে কিছু বেদনার ধূলি,


এ সকল ভাবনায় সিক্ত মন
মানছে না আর সময়ের নীতি
ফিরে আসুক সেই পুরোনো ক্ষণ
ও শিশিরে ভেজা স্মৃতি।