বাকা পথটি হয় না শেষ
এ পথেই গিয়েছিল এক অপরিচিতা;
কোন সে দেশ?
যাব আমি সেই দেশে
তীরহারা মাঝির বেশে;
রওনা হব ওই সাঁঝবেলা
সঙ্গে নিয়ে শিউলিমালা।


ভিড়াব আমি নৌকা মাঝ নদীতে
কৌমুদীর নিচে চিকচিক জলেতে
গাইব গান কোনো অচিন সুরেতে
একবার এসো ফিরে ওই ঘাটেতে।
স্রোতের ধ্বনি আসিবে
ঢেউয়ের জলে,
পেঁচার ডাক শুনিবে
আড়ালে আড়ালে।


ঝিকিমিকি কচুরিপানার মাঝে
ভাসাইব জলে পদ্ম-পলাশ,
তুলিয়া নিও সেই পদ্ম খুঁজে
পড়িয়া মোর চোখের আভাস।


ঘনিয়া আসিছে আঁধারের আবছায়া
                    যাইতে হইবে ফিরিয়া
                    তবু মন না চায় ফিরি;
মনপুরার সোনাই হইয়া আসিব আবার
তুমি হইও মোর উজানতলীর পরী!