আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি
কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি
সবাই বলে,"ভালেবাসা হাসতে শেখায়"
সেই ভালোবাসাকে আমি
একা গভীর রাতে কাঁদতে দেখেছি!


হয়তো সেই কান্নায় কেঁদেছিলে তুমি
কারণটা হয়তো বা এই আমি! জানিনা
তবুও রাঙিয়ে রেখেছ
         আমার কোমল মনটা;
আর আমার দুঃখবিলাসীটা!


জানো আমি ভীষণ জেদি;
লোকের মাথা খেতে পারি
তবে সেই লোকটি নিজের হওয়া চাই।
কেনো যেন মনে হয় তুমিই সেই লোকটি-
সেই অচেনা আপন মানুষটি
যাকে বারবার নিজের করে পাই।


সমুদ্র থেকে যতই জল তোলো না কেন
এর জল কভু ফুরাবে না
আকাশভরা তারা যতই গুণো না কেন
কভু তা গুণে শেষ হবে না
আমাদের মাঝে যতই দূরত্ব থাকুক
বন্ধুত্ব কভু কমিবে না।
স্বপ্নীল আকাশে ভাসি
জীবনে শুধু একটিই ভাবনা
দুজন দুজনার মিষ্টি হাসি
কভু ভুলিব না।