বাঘ-বাঘিনির ছাঁ
আরাফাত রহমান মিহির
::
এক যে ছিলো বনের মাঝে বাঘ-বাঘিনির ছাঁ
দুষ্টুমিতে সবার আগেই আগ্রহ তার যা!
দুষ্টুমিটা না করে তার দিন কাটে না বেশ
দুষ্টু ছাঁ'এর দুষ্টুমিতে বন যে হলো শেষ।
:
ছাঁ কে নিয়ে বাঘ-বাঘিনি চিন্তিত খুব আজ
দুষ্টুমি তাই নয় তো কোনো মোটেও ভালো কাজ।
দুষ্টু ছাঁ'এর দুষ্টুমিকে আটকে দিতে আজ
ডান্ডা ছাড়া বুঝলো বাঘে হইবে না আর কাজ।
:
ডান্ডা নিয়ে ছাঁ'এর কাছে তাইতো গেলো বাঘ
ডান্ডা হাতে ধমক দিলো খুব দেখালো রাগ
ডান্ডা দেখে দুষ্টুমি আজ বন্ধ হয়ে তা
শান্ত হলো দুষ্টু মশাই বাঘ-বাঘিনির ছাঁ।