যেতাম যদি হারিয়ে আমি জঙ্গলে একদিন
পেতাম যদি একটা খুঁজে আলাদিনের জিন।


যে জিনে ভাই পা দুটি নাই
উড়ে বেড়ায় সারা বেলাই
দাড়ি তাহার থুতনি থেকে
একহাত লম্বা এঁকেবেঁকে
এমন একটা জিন পেলে ভাই
বাজাই খুশির বীন।


আসবে হঠাৎ উড়ে উড়ে
বলবে এসে ঘুরে ঘুরে
তোমার জন্য একটা স্বপ্ন
করবো পূরন চাও কী রত্ন
হুকুম আমার করো আকা
থাকধিনা ধিন ধিন।


স্বপ্ন আমার মোটাতাজা
দেখতে লাগুক মটকা রাজা
আম্মু হবে খুশি তখন
হইবো আমি মোটা যখন
পারতে যদি করতে এমন
একটি মাত্র দিন?


চ্যাংলা ছেলে একি বলো
এইটা কোনো কথা হলো
চাইতে তুমি পয়সে টাকা
মোটা হয়ে যায় কী থাকা?
তবো তোমায় করবো মোটা
আমি তোমার জিন।  
থাকধিনা ধিন ধিন