সারাটি বছর ছোট্ট বোনকে
আমি কতই দিয়েছি ফাঁকি,
তবু আমার মন মানেনা যদি না
বোনের জন্য এই দিনটা রাখি,
ঘর থেকে আমি আজ অনেক দুরে,
ঘরটি আজ আমার খুব মনে পড়ে,
শুভকামনায় কোন বোন আমার,
একলা বসে আছে,
ভাইটি আমার  আসবে কখন,
পড়াবো রাখী : উপোষ করে ভাবছে


বোনের আমায় আজ পড়ছে মনে,
যদি ঘরে থাকতেম,
সবার মতো আজকের দিনে,
আমার ভাইকেও রাখী পড়াতেম,
চন্দন তিলক আর মিষ্টি মুখেতে,
অধরে হাসি ভরা উচ্ছল খুশীতে,
ডান হাতটিতে বাধঁবে রাখী,
শিশু বয়সের প্রথম সখী,
নিবিড় এক বন্ধনে জড়ানো,
শু্ভেচ্ছা আর ভালোবাসা,
সুখে থাকুক বোন ভালো থাকুক,
এইটুকুই আমার আশা….


ভাই বোনের সর্ম্পক,
সদাই থাকে সতর্ক,
একের দুঃখ হলে,
অন্যকে দিতে হয় না বলে,
অভিমান আর খুনসুটি,
জীবনের সাথে চলে, গুটিসুটি,
ইচ্ছে করে, টুকড়ো করা আজ আলোগুলো,
তোর হাসি মুখে দেই ঢেলে,
সময়টা আজ অবহেলে ;
তুই যখন গেছিস ফেলে চলে,
তোর স্মৃতি ধুসর হয়নি,
মনের কোঠা থেকে আজ ও মোছা যায়নি,
মনে পড়া সেই সব দিনগুলো,
আজ হঠাৎ করে সব হারিয়ে গেল,
এই কবিতায় আজ তোকে রাখী পড়ালাম,
যদি গ্রহন করিস তবে খুব যে খুশী হতাম,


রাখী শুধু একটি সুতো নয়,
শুধু ভাইবোনের নয়,
দুটি আত্মার ও হয়
এ যে দুটি মনের মিলন,
জেহাদ জানানো সব ধর্মের,
সম্প্রীতির অটুট এক বন্ধন ।।


@ অর্ণব ।