চন্দ্রগ্রহন


আকাশে একফালি চাঁদ, লজ্জা মেশানো
রক্তিমাভা তখনও বিদ্যমান, কিন্ত ফ্যাকাশে ।
আর কিছুক্ষনের অপেক্ষা, এরপরেই পূর্ণগ্রহন
ধীরে ধীরে গ্রাস হয়ে নি:শেষিত হবে ......।


হুক্কা হুয়া....হুক্কা হুয়া..... আর্তনাদ.........
কে? কে? ওখানে......? গ্রহন লেগেছে নাকি.....?
নিকষ অন্ধকারে একজোড়া চোখ জ্বলজ্বল করছে ।
ধুর্ত শেয়ালের উল্লাস, নিস্তব্ধ রাতের একাকীত্বকে গ্রাস করছে খুব ধীরে ধীরে......।


আবার সেই করুন আর্তনাদ, কে যেন বাঁচার তাগিদে মরিয়ে চেষ্টা করে যাচ্ছে।
আমি প্রস্তুত নয়, দয়া করো, আমি এখনও পূর্ণচন্দ্র হয়নি........
আমাকে বাঁচতে দাও....... কলঙ্কিত করোনা আমাকে।
হাড়হিম হাসির কলোরব..... একটা কালো প্যাঁচা পাখনা ঝাপটে উড়ে গেলো ।


উড়ন্ত প্যাচার খিলখিল করে হাসি....সাংকেতিক....তোর নিস্তার নেই।
সশরীরের স্বয়ং রাহুর উপস্থিতি টের পাওয়া যায় আকাশে ।
পরিপাটি সাজগোজ, রণসজ্জায় সজ্জিত রাহুর উল্লাস
পরিকল্পিত রূপরেখা আজ বাস্তবায়িত হবে,
গ্রাস হওয়া শুরু হয়েছে চাঁদ...... যন্ত্রনা.....তীব্র যন্ত্রনা.....
কাম উত্তেজনায় ছটপট করতে থাকা রাহু বিস্মৃতপ্রায় ।


এই মাত্র আরও একবার গ্রাস হলো চাঁদ, পূর্ণগ্রহন সমাপন ।
কলঙ্কিত চাঁদের গায়ে ক্ষতচিহৃ দৃশ্যত । শুধু চোখ দুটো বন্ধ চন্দ্রকেতুর ।


অর্ণব, ধানবাদ(ঝাড়খন্ড )