গেঁদাফুল


রোজ আসে কত ডে রোজ যায় কত
আসা যাওয়া লেগে থাকে রোজ রোজ শত
কে কারে মনে রাখে, কার তাতে যায় আসে
সব যদি ভুলে যায়, থাকবে কে কার পাশে


চকলেট, রোজ্, টেডি কত কি নাম আরো আছে
সব ভুলে যায়, কারন পকেট থেকে খসে যায় পাছে
এমনিতে জোটে নাকো কোন রোমিও বা জুলিয়েট
এই দিন ঠিক জুটে যায় যদি দিতে পারি কোন
দামী ভেট


রোজ্ ডে রোজ চায় প্রেমিকা আমার সেকথাও জানি
নুন আনতে পান্তা ফুরোয় বলো তবে গোলাপ কোথায় কিনি
তাই ভাবি আর নয় গোলাপের নামে টাকার ছড়াছড়ি
আমি বলি আজ তবে গেঁদা ফুলে ভালোবাসা সারি


অর্ণব, ধানবাদ(ঝাড়খন্ড) ।