সম্পর্ক
কিছু সম্পর্ক মধুর,
কিছু সম্পর্কে তিক্ততা শুধুই ।
কিছু সম্পর্ক সময়ের উপর নির্ভর,
বালির বাঁধের মতো ভেঙে যায়।
চারিদিকে একা থাকার হিড়িক,
একাকিত্ব সম্পর্কে  ।
ঠুনকো ভালোবাসায় তিক্ততা বাড়ে
রয়ে যায় ভগ্ন দুটি ভিন্ন হৃদয় ।
কিছু মন প্রেম জানে,
কিছু মন খেলনা শুধুই ।
কিছু মন আবেগের উপর নির্ভর,
তাসের ঘরের মতো ভেঙে যায় ।
মনপাখী হৃদয়ের কথা জানেনা
হৃদয় আবেগ নির্ভর মাত্র
মন ও সম্পর্কের টানাপোড়েন চলে
পড়ে থাকে টুকরো স্মৃতির রেশ ।


অর্ণব,ধানবাদ (ঝাড়খন্ড)