সব বদলে যাচ্ছে


লুচি তরকারি বদলে যদি পুরী সবজী করতে পারো ,
তবে হনুমান চল্লিশা নয় , লক্ষীর পাঁচালী ছাড়ো ।
চারদিনের দূর্গাপুজোর চেয়ে নয়দিনের নবরাত্রিই ভালো,
রথের মেলায় কে আর বেচবে কলা যখন রামনবমীতে অস্ত্র ধারালো ।
সব ভুলে মাতবে অন্য উৎসবে জাতের সেরা বাঙালী ,
কালিপুজো বা দোল তো ধুর ছাই, ভালো দেওয়ালী বা হোলী ।
যদির কোন কারন নেই হয় যদি কাশ কেন কি
অভিভুত যেমন হয়েছে ফিদা, দারুনও বিন্দাস জানো কি ।
বাংলায় পড়ে হবে কি, রস যত আছে আইসিএসই বা সিবিএসইতে,
জেনে রেখো আমিষ নিষিদ্ধ এ দেশে স্কুলে বা হাসপাতালেতে ।
যে মেয়েটা আজন্ম কথা বলে বাঙলায় বিয়ে করে বিহারীকে,
আজ সে কথা বলে হিন্দিতে নতুন ভাষা শেখার হিড়িকে  ।
বাংলায় বড় হয় যে ছেলেটা এখন সে হিন্দি শেখে,
হিন্দি বা ইংরেজি গুঁজে দেয় দুটো বাংলা কথার ফাঁকে  ।
এতো যদি মধু থাকে খুঁজে দাও দেখি কেন একখানা তবে ,
এক সহস্র বছর সময় দিলেও কি রবিঠাকুর আর পাবে  ।
কেন তবে ভাবো আমাদের সংস্কৃতি ওদের চেয়ে নিচু,
কি আসায় ফেলিনু তব এ রস, কেন ছোট অন্যের পিছু ।
পারে যদি চীন আফিমের বাজার পেছনে ফেলে দিতে,
আমরাই বা পারবো না কেন আবার বাঙালী হতে ।


অর্ণব, ধানবাদ (ঝাড়খন্ড ) ॥