আবার শ্রাবন এল ফিরে টাপুর টুপুর বৃষ্টি নিয়ে,
চলে আয় সই ভিজি একসাথে সেই ভালবাসা দিয়ে।
জলে ভিজুক আজ তোর চিবুক, তোর নরম গাল,
বারি ধারায় ভিজিয়ে আনন্দপাক এই মৌষমকাল।
ঠান্ডা বাতাস জুড়ায়ে দিক আজ এই মন প্রান,
ধন্য হব আজকে আমি গ্রহন করে এই দান।
মনে পরে কি এভাবেই মোরা কাটিয়েছি কতদিন,
ব্যথা হয় বুকে ভাবি ফিরিবে সেদিন,সে আশা বড় কঠিন।
ভাবি আমি আজও নিয়ে যাব তোকে সেই খেলার মাঠে,
ভিজবি আবার দুবাহু তুলে, স্বপ্ন দেখবি আমার সাথে।
আজ এই বাদলা দিনে আমার সনে আসবি কি হেথা ফিরে?
পাখি হয়ে ফিরব হেথায় আবার,তোর স্বপ্নের ছোট্ট নীড়ে।