শরীরে আজ নেই কোনো বল
মনেতে নাইকো জোর,
খাটুনির ফসল নেবে মহাজন
অধিকার নাইকো মোর।
রৌদ্রে পুড়ে বৃষ্টি ভিজে
আমি বীজ বুনলাম,
অতিবর্ষনে সব শেষ হয়ে গেল
দুচোখ দিয়ে দেখলাম।
ঋণের টাকা শুধবো কিভাবে
আমার মাথায় পড়ল বাজ,
এত খাটুনির সবটুকু মোর
হয়ে গেল বৃথা আজ।
উপরওয়ালা তুমি এত নিষ্ঠুর
কিকরে হতে পারলে?
ছেলে মেয়েগুলো অনাহারে মরে
তুমি এটা করতে পারলে?
ঘরেতে অভাব, ধান নেই আজ
জানিনা এবার কি খাব!
তার উপরে চড়াসুদে ঋণ
জানিনা কোথায় যাব?
ভেসে গেছে গ্রাম,নেই কোনো ত্রান
মোরা বাড়ীর চালেতে বসে,
শহুরে বাবুরা বলছ আহা,
বাড়ীতে টিভিটা দেখে।
বরষা মিটিলে সরে যাবে জল
শুকিয়ে যাবে নদী খাল
তোমরা খাবে গরম ভাতে
পদ্মার ইলিশের ঝাল।