শহরের পথে,পথে ঘুরে ঘুরে
আমি বেচি হরেক সামান
কখোনো আম,কখোনো মনিহারি,
কখোনো বা বেচি সাবান।
সারাদিন ধরে হেঁকে হেঁকে যাই
এপাড়া থেকে ওপাড়ায়
ট্রেনে বাসে আমি হকারি করি
কখোনো বা অফিস পাড়ায়।
ক্লান্ত মনে,অবসন্ন দেহে,
রাত্রে যখন ফিরি বাড়ী
গিন্নী উঠে আসে আধোঘুম থেকে
নিয়ে বসে ভাতের হাঁড়ি।
মেয়েটা আমার ঘুমিয়ে থাকে
কত দিন শুনিনা বাবা
রোজ ভোরবেলা আবার বেরোনো
পেটটা যে মারে থাবা।
কত লোকে দেয় গালাগালি,
কেউ কুকুর লেলিয়ে দেয়
প্রান হাতে করে কতদূরে যাই,
ভাবি যদি কিছু বিক্রি হয়।
এভাবেই আমি বেচি সামান
এটাই আমাদের রোজনামচা
মেয়ে,বউ এর মুখে হাসি দেখলেই
ভরে থাকে এই মনটা।