হঠাৎ,একটা গুলির আওয়াজ,সে লুটিয়ে পড়ল মাটিতে
হিংস্র কিছু মানুষ এসে, জালে বেঁধে ফেলল তাকে।
ছটফট করে যন্ত্রনাতে,তার গর্জনে জঙ্গল উঠল কেঁপে
ধীরে ধীরে সে চোরাশিকারীদের কাছে, প্রানটা দিয়েছে সঁপে।
মানুষ আজ বিবেক হারিয়ে, নিকেষ করছে বনের পশু
এভাবে যদি চলতে থাকে,আর ভুমিষ্ট হবেনা কোনো শিশু।
বাঘ শুধু বনের রাজা নয়, সে রক্ষা করছে বাস্তুতন্ত্র
সবার বাঁচার অধিকার আছে,এটা শিখিয়েছে গনতন্ত্র।
বাঘ হিংস্র হলেও, সে শিকার করে নিজের এলাকায়
নিজ স্বার্থ সিদ্ধির জন্য, নাইবা মারলেন তাদের নির্দ্ধিধায়।
আসুন সবাই শপথ করি, করবো না আর বাঘ শিকার
ভালভাবে বাঁচব মোরা, সকলের আছে বাঁচার অধিকার।