সারাদিনের পাথর ভেঙ্গে যখন সবাই ঘুমিয়ে পরে
তোমার ছবি দেওয়ালে আঁকি দুই বাই দশ ঘরে।
মাঝে মাঝে অবাক লাগে আমি কেন আছি বন্দি
তাহলে কি সবই চক্রান্ত ছিল,ছিল সবই ফন্দি?
আমিতো চাইনি বেশি কিছু,শুধু চেয়েছিলাম শান্তি
পদোন্নতির জন্য বদলি নিলাম, বাড়ালাম অশান্তি।
তোমায়,ছেলে,মেয়েকে ছেড়ে থাকতে হত কষ্ট
হয়তো ওদের কাছে আমি হয়ে গেছি অস্পষ্ট।
মিথ্যা সারাদিন বলে চলি আমি শুধুই টাকার জন্য
তোমাদের জন্য প্রাণপাত করি, মোর জীবনটা নগন্য।
হঠাৎ গন্ডগোল শুরু হল শ্রমিক মালিকের মধ্যে
আগুন লাগাল কারা যেন সব কারখানার যন্ত্রে।
নিমেষে পুড়ে শেষ হয়ে গেল লক্ষাধিক টাকার মাল
টাকার বিনিময়ে তদন্ত হল, কেস খেয়েগেল টাল।
মাঝখান থেকে সবাই বাঁচল, ফেঁসে গেলাম আমি
বিনা দোষেই চার দেওয়ালে বন্দি হলাম আমি।
কতোদিন তোমার মুখ দেখিনা,মনটা কেমন করে
হাঁফিয়ে ওঠে প্রানটা আমার দুই বাই দশ ঘরে।
দিনগুনি আমি ছাড়া পাওয়ার,সবে হল দুইবছর
দুই বাই দশে কাটাতে হবে আরো পাঁচটা বছর।