আমি হয়তো ফিরে আসব আবার
কয়েকশো বছর পরে,
সেদিন হয়তো তুমি থাকবেনা
আর ডাকবেনা মোরে।
কোকিলের গান হয়তো থামবেনা
গাইবে আরো গান,
গোলাপ তখনো ফুটবে
তার সৌরভে ভরবে প্রান।
হয়তো এজন্মে তোমায় আমি
খুশি করতে পারিনি কোনোভাবে,
যদি ফিরে আসো সেই জনমে
ভাল রাখতে পারি তবে।
আমার ভালবাসার মালা
তোমার কাছে কী কাঁটার জ্বালা?
এতদিন কেন সইলে এজ্বালা
পড়ে থাক তবে শুকনো এমালা।
দূরে চলে গিয়ে ভুলতে যে চাই
জানিনা কেন পারছিনা তাই,
পড়ে থাকে হাতে একমুঠো ছাই
এমনে শুধু তোমাকেই চাই।
এজীবনে হয়তো হল না মিলন,
যদি পর জনম কিছু থাকে
আসব ফিরে সেই জন্মে আবার,
ঘর বাঁধব তোমার সাথে।